ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 8

অণুজীব

ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 8

71. মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-

  1. আহ্নিক গতি
  2. নিয়ত বায়ুর প্রভাব
  3. বায়ুচাপের তারতম্য
  4. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন

72. ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-

  1. বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায়
  2. ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
  3. ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়
  4. ক্ষণস্থায়ী ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়

73. দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি অপেক্ষাকৃত আরামদায়ক হবে?

  1. প্রথমটি
  2. দ্বিতীয়টি
  3. একই রকম হবে
  4. কোনটিই নয়

74. বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?

  1. চার প্রকার
  2. পাঁচ প্রকার
  3. তিন প্রকার
  4. সাত প্রকার

75. পানি দূষণের জন্য দায়ী-

  1. শিল্প কারখানার বর্জ্য পদার্থ
  2. শহর ও গ্রামের ময়লা আবর্জনা
  3. জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক
  4. উপরের সবকয়টিই

76. প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?

  1. কারখানা, যানবাহন
  2. পশুপাখি
  3. মানুষ
  4. কীটপতঙ্গ

77. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

  1. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
  2. গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়
  3. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই
  4. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

78. লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?

  1. গ্রীকঃ ক্ষরা ও ঘূর্ণিঝড়
  2. ল্যাটিনঃ শৈত্যপ্রবাহ
  3. স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
  4. মালয়েশীয়ঃ বিপদ সংকেত

79. কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?

  1. অকটেন
  2. পেট্রোল
  3. ডিজেল
  4. সি.এন.জি

80. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?

  1. পানি দূষণ
  2. মাটি দূষণ
  3. বায়ু দূষণ
  4. শব্দ দূষণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline