অণুজীব

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 21

201. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?

  1. মস্কো
  2. প্যারিস
  3. কায়রো
  4. ইস্তান্বুল

202. ২১ শে মার্চ ২০১৫ বাংলাদেশের টিকাদান কর্মসূচীতে যুক্ত হয়

  1. হাম টিকা
  2. ডিপথেরিয়া টিকা
  3. নিউমোনিয়া টিকা
  4. রুবেলা টিকা

203. বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় –

  1. স্ট্রাটোস্ফিয়ার
  2. ট্রাপোস্ফিয়ার
  3. আয়োনোস্ফিয়ার
  4. ওজোন স্তর

204. অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে –

  1. খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
  2. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
  3. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
  4. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল

205. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম –

  1. ক্রনোমিটার
  2. কম্পাস
  3. সিসমোগ্রাফ
  4. সেক্সট্যান্ট

206. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –

  1. মাটির ক্ষয় রোধের জন্য
  2. মাটির অম্লতা বৃদ্ধির জন্য
  3. মাটির অম্লতা হ্রাসের জন্য
  4. মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য

207. কোন আলোক তরঙ্গে (light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?

  1. ১০ থেকে ৪০০ নে.মি (nm)
  2. ৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
  3. ১০০ মাইক্রোমিটার (μm) থেকে ১ মি. (m)
  4. ১ মি. (m) এর ঊর্ধ্বে

208. হীরক উজ্জ্বল দেখার কারণ –

  1. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
  2. প্রতিসরণের জন্য
  3. প্রতিফলনের জন্য
  4. অপবর্তনের জন্য

209. মানব দেহে সাধারণত ক্রোমোজোম থাকে –

  1. ২০ জোড়া
  2. ২৩ জোড়া
  3. ২৪ জোড়া
  4. ২৫ জোড়া

210. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?

  1. ফ্রেয়নকে ঘনীভূত করা
  2. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
  3. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
  4. ফ্রেয়নকে ঠান্ডা করা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline