
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 18
171. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ-
- এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
- এদের মূলে অনেক বায়ুকুঠুরী আছে
- এদের কান্ড পাতার তুলনায় হালকা
- কোনটিই নয়
172. সুষম খাদ্যে শর্করা আমিষ চর্বি জাতীয় খাদ্যের অনুপাত-
- 0.167372685185185
- 0.210428240740741
- 0.252789351851852
- 0.127094907407407
173. টিবিও ফিবুলা কোথায় অবস্থান করে?
- পায়ে
- হাতে
- মেরুদণ্ডে
- নিতম্বে
174. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?
- পেয়ারা
- কলা
- পেঁপে
- জামরুল
175. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- সোডিয়াম
- পটাসিয়াম
- ম্যাগনেসিয়াম
- কোনটিইনয়
176. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
- গ্লাইকোজেন
- গ্লুকোজ
- ফ্রুক্টোজ
- সুক্রোজ
177. অক্সিজেনের পারমাণবিক ওজন কত?
- 12
- 14
- 16
- 18
178. টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
- 1
- 2
- 3
- 4
179. মৌলিক পদার্থ কতটি?
- 110
- 112
- 114
- 116
180. পেলেগ্রা হয় কোন ভিটামিনের অভাবে?
- ভিটামিন K
- ভিটামিন এ
- ভিটামিন B১
- ভিটামিন B৩
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।