অণুজীব

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16

151. কাজ ও বলের একক যথাক্রমে-

  1. ওয়াট ও পাউন্ড
  2. নিউটন ও মিটার
  3. প্যাসকেল ও কিলোগ্রাম
  4. জুল ও ডাইন

152. টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?

  1. সোডিয়াম
  2. নাইট্রোজেন
  3. আর্গন
  4. ক্রিপ্টন

153. স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলী থেকে গৌণ কুন্ডলীর তারের পাকের সংখ্যা কি রকম থাকে?

  1. কম
  2. বেশী
  3. থাকে না
  4. সমান

154. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

  1. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
  2. ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
  3. নতুন ধরনের মাইক্রোফোন
  4. বোতাম টিপিয়া ডায়াল করা

155. ভারী পানির সংকেত –

  1. H2O
  2. 2H2O2
  3. HD2O2
  4. D2O

156. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে, তাকে কী বলে ?

  1. আলোক ইয়ার
  2. পলিসার
  3. সৌর বছর
  4. কসমিক ইয়ার

157. মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?

  1. অগ্ন‍্যাশয়
  2. প্লীহা
  3. যকৃত
  4. এন্ড্রোক্রাইন

158. অক্সা্লিক এসিড পাওয়া যায়

  1. তেতুলে
  2. আমলকিতে
  3. বঁাধাকপিতে
  4. লেবুতে

159. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক –

  1. টিক থাকে
  2. কম হয়
  3. বেশি হয়
  4. কোনটিই নয়

160. আদিকোষ কোনটি?

  1. অ‍্যামিবা
  2. ভাইরাস
  3. ভাইরাস ও অ‍্যামিবা
  4. ব‍্যাকটেরিয়া

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline