
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 12
111. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
- অমাবস্যা
- চন্দ্রগ্রহণ
- পূর্ণিমা
- সূর্যগ্রহণ
112. Lunar eclipse occurs on –
- A half moon day
- A moonless day
- A new moon day
- A full moon day
113. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
- ফ্যাদোমিটার
- সাবমেরিন
- আইরোকম্পাস
- এ্যানিওমিটার
114. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
- হাইড্রোজেন
- এলুমিনিয়াম
- সিলিকন
- কার্বন
115. বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার-
- স্থিতিশীলতা দ্বিগুন হয়
- ভরবেগ দ্বিগুন হয়
- ত্বরণ দ্বিগুন হয়
- শক্তি দ্বিগুন হয়
116. MICR কী?
- মাইক্রো ইন্ডাস্ট্রি কোম্পানি রিফর্ম
- ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন
- মাক্রো ইনডিপেনডেন্ট কোম্পানি
- কোনোটি নয়
117. ফরমালিনের রাসায়নিক সংকেত কি ?
- CH-CHO
- C-CHO
- C2-CHO
- CH2O
118. কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়-
- ফসফরাস
- লিথিয়াম
- দস্তা
- হাইড্রোজেন
119. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
- লেন্সের কাজ করে
- আতশী কাচের কাজ করে
- দর্পনের কাজ করে
- প্রিজমের কাজ করে
120. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
- 4000 ডিগ্রী সেন্টিগ্রেড
- 5000 ডিগ্রী সেন্টিগ্রেড
- 6000 ডিগ্রী সেন্টিগ্রেড
- 8000 ডিগ্রী সেন্টিগ্রেড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।