
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11
101. ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়-
- ফসফরাস
- কার্বন ডাই অক্সাইড
- অক্সি আসিটিলিন
- সালফিউরিক এসিড
102. পর্যায় সারণি উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি?
- অ্যাভোগাড্রো
- নিউটন
- মেন্ডেল
- মেন্ডেলিফ
103. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
- নিকেল
- টিন
- সীসা
- জিঙ্ক
104. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
- কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
- কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
- নসেনট্রেটেড নাইট্রিক এসিড
- কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
105. লেডের আকরিক কোনটি?
- গ্যালেনা
- লেড অক্সাইড
- লেড নাইট্রেট
- লেড পাইরোবোরেট
106. মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না** এই গানটির শিল্পী কে?
- মান্না দে
- কিশোর কুমার
- ভুপেন হাজারিকা
- উদিত নারায়ণ
107. জীবের বংশগতির বাহক কোনটি?
- ক্রোমোসোম
- জীন
- প্রোটোপলাজম
- জনন কোষ
108. লাল পিঁপড়া, মৌমাছি দংশনে নিঃসৃত রসে কি থাকে?
- সালফিউরিক এসিড
- ইথানয়িক এসিড
- ফ্যাটি এসিড
- মিথানয়িক এসিড
109. দুধে কোন এসিড থাকে?
- নাইট্রিক এসি
- ল্যাকটিক এসিড
- সাইট্রিক এসিড
- এসিটিক এসিড
110. কোনটি উন্নত জাতের তুলার নাম?
- যমুনা
- রূপালী
- মানিক
- রতন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।