
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 10
91. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
- কিডনীর পাথর গলাতে
- গলগণ্ড রোগ নির্ণয়ে
- পিত্ত পাথর গলাতে
- নতুন পরমাণু তৈরিতে
92. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
- টাংস্টেন
- সংকর ধাতু
- তামা
- সীসা
93. চা পাতায় কোন ভিটামিন থাকে?
- ভিটামিন-ই
- ভিটামিন-বি কমপ্লেক্স
- ভিটামিন-কে
- ভিটামিন-এ
94. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
- লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
- লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
- লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
- লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
95. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
- আমরা স্থির থাকার জন্য
- মহাকর্ষণ বলের জন্য
- পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
- মধ্যাকর্ষণ বলের জন্য
96. সার্বজনীন দাতা রক্ত গ্রুপ কোনটি??
- A
- B
- AB
- O
97. বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়?
- তামা
- স্টেনিয়াম
- নাইক্রোম
- প্লাটিনাম
98. ভায়াগ্রা কী?
- একটি জলপ্রপাত
- সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
- নতুন একটি ওষুধ
- নতুন জাহাজের নাম
99. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?
- তামা
- রূপা
- সোনা
- কার্বন
100. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
- পেপসিন
- এমাইলেজ
- ট্রিপসিন
- রেনিন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।