অণুজীব

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 7

61. সবচেয়ে হালকা ধাতু –

  1. লিথিয়াম
  2. হাইড্রোজেন
  3. লোহা
  4. পারদ

62. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?

  1. ম্যাগনেসিয়াম
  2. ক্যালসিয়াম
  3. সোডিয়াম
  4. পটাসিয়াম

63. কোন মৌলটি সবচেয়ে বেশী নিষ্ক্রিয়?

  1. H
  2. He
  3. N
  4. O

64. ডাইন কিসের একক?

  1. ভরবেগ
  2. বল
  3. দ্রুতি
  4. ত্বরন

65. প্লেগ রোগের কারণ কোন ব্যাকটেরিয়া ?

  1. Yersenia pidinna
  2. Plagie vincenna
  3. Plagia tropica
  4. Yersenia pestis

66. The amount of water vapour in the air is called…?

  1. snow
  2. water cycle
  3. rain
  4. humidity

67. মুক্তার ওজনের এককের নাম কী?

  1. গ্রেন
  2. ক্যারেট
  3. গ্রাম
  4. ভরি

68. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒

  1. ইথেন
  2. মিথেন
  3. এমোনিয়া
  4. বিউটেন

69. কোন যন্ত্রের সাহায্যে প্রতিফলিত শব্দ ধারণ করা যায় ?

  1. থার্মোমিটার
  2. হাইড্রোফোন
  3. ক্যালরিমিটার
  4. ল্যাকটোমিটার

70. অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর পরিবর্তন ঘটেঃ

  1. অক্ষাংশ ক্রিয়ায়
  2. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়
  3. উচ্চতর ক্রিয়ায়
  4. সবগুলো

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline