
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 5
41. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
- 1800
- 1500
- 2700
- 3600
42. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র –
- ট্যাকোমিটার
- ওডোমিটার
- ক্রনমিটার
- ক্রেসকোগ্রাফ
43. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
- জার্মানি
- ফ্রান্স
- যুক্তরাজ্য
- রাশিয়া
44. কোনটি অর্ধ-পরিবাহী (semi-conductor) নয়?
- লোহা
- সিলিকন
- জার্মেনিয়াম
- গ্যালিয়াম
45. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
- দাউদ খাঁ
- জহির শাহ
- নাদির শাহ
- নজীবুল্লাহ
46. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় –
- ট্রান্সমিটারের সাহায্যে
- স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
- স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
- এডাপটারের সাহায্যে
47. কোন নিষ্ক্রীয় গ্যাসে (inert gas) আটটি ইলেকট্রন নেই?
- হিলিয়াম
- নিয়ন
- আর্গন
- জেনন
48. সর্বাধিক রাষ্ট্র ভাষার দেশ–
- যুক্তরাষ্ট্র
- চীন
- ভারত
- রাশিয়া
49. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন –
- আব্দুস সালাম
- স্টিফেন হকিং
- এডুইন হাবল
- জি লেমেটার
50. তীব্র বজ্রপাতের সময় শব্দের তীব্রতা কত?
- 90 db
- 100 db
- 110 db
- 120db
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।