
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1
1. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
- ফসফরাস
- নাইট্রোজেন
- পটাশিয়াম
- সালফার
2. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
- অক্সিজেন পরিবহন করা
- রোগ প্রতিরোধ করা
- রক্ত জমাট বাধতে সাহায্য করা
- উপরে উল্লিখিত সব কয়টিই
3. সুষম খাদ্যের উপাদান কয়টি?
- ৪টি
- ৬টি
- ৫টি
- ৮টি
4. পানির জীব হযেও বাতাসে নিঃশ্বাস নেয় –
- পটকা মাছ
- হাঙ্গর
- শুশুক
- জেলী ফিস
5. ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে?
- অগ্ন্যাশয় হতে
- প্যানক্রিয়াস হতে
- লিভার হতে
- পিটুইটারী গ্লান্ড হতে
6. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
- জুওলজী
- বায়োলজী
- এভালিউশন
- জেনেটিক্স
7. কোন খাদ্যে প্রোটিন বেশি?
- ভাত
- গরুর মাংস
- মসুর ডাল
- ময়দা
8. হাড় ও দাঁতকে মজবুত করে –
- আয়োডিন
- আয়রন
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম ও ফসফরাস
9. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল –
- এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
- এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
- ইনসুলিনের অভাবে এ রোগ হয়
10. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
- নদী
- সাগর
- হ্রদ
- বৃষ্টিপাত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।