
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 60
591. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন কোন সাহিত্যিক?
- শওকত ওসমান
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- হুমায়ন আহমেদ
- জহির রায়হান
592. ‘সোননাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- সৈয়দ হামজা
- আলাওল
- শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
- মীর মোহাম্মদ সফী
593. অক্ষয় কুমার দত্তের ‘চারুপাঠ’ কোন শ্রেণীর রচনা?
- ভক্তিবাদ
- অনুবাদ সাহিত্য
- শিশুপাঠ্য
- ছোটগল্প
594. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
- একাত্তরের দিনগুলি
- বিরহ বিলাপ
- আমি বীরাঙ্গনা বলছি
- বকুলপুরের স্বাধীনতা
595. “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”- পঙ্ক্তিটি কার রচনা?
- হাছন রাজা
- লালন শাহ
- পাগলা কানাই
- কাঙ্গাল হরিনাথ
596. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
- বিস্ময়
- দাঁড়ি
- কমা
- হাইফেন
597. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
598. বিষ্ণু দে’র প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- চোরাবালি
- উর্বশী ও আর্টেমিস
- দিবানিশি
- সাত ভাই চম্পা
599. দৃষ্টিপাত’-এর লেখক ‘যাযাবর’-এর প্রকৃত নাম কি?
- ভূদেব মুখোপাধ্যায়
- বিনয় মুখোপাধ্যায়
- আশুতোষ মুখোপাধ্যায়
- নারায়ণ গঙ্গোপাধ্যায়
600. ‘কুহু ও কেকা’, ‘বেনু ও বীণা’ প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলাম
- মোহিতলাল মজুমদার
- দ্বিজেন্দ্রলাল রায়
- সত্যেন্দ্রনাথ দত্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।