
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 59
581. ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে?
- কাজী নজরুল
- রবীন্দ্রনাথ
- হাছন রাজা
- লালন শাহ
582. রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হত–
- অনুবাদক
- লিপিকার
- লেখক
- নকলনবিশ
583. পুরুষ পরীক্ষা’ কার রচনা?
- চণ্ডীচরণ মুনশী
- তারিনীচরণ মিত্র
- গোলকনাথ শর্মা
- হরপ্রসাদ রায়
584. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
- কমা
- ড্যাশ
- সেমিকোলন
- প্রশ্নচিহ্ন
585. বাংলা একাডেমী কতটি অভিধান জাতীয় গ্রন্থ রচনা করেছে?
- ২০ -এর উপরে
- ৩০ -এর উপরে
- ৫০ -এর উপরে
- ৬০ -এর উপরে
586. ‘আবিষ্কারের নেশায়’ গ্রন্থটির রচয়িতা কে?
- মোহাম্মদ জাফর ইকবাল
- ইব্রাহীম খলিল
- ড. আবদুল্লাহ আল মুতী
- ড. মুহম্মদ এনামূল হক
587. কোনটি হেমচন্দ্রের কাব্য?
- মহিলা কাব্য
- রৈবতক
- বৃত্তসংহার
- ললিতা তথা মানস
588. তৃণাঙ্কুর’ কার আত্নজীবনীমূলক গ্রন্থ?
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়
- বুদ্ধদেব বসু
589. সংসদ বাঙ্গালা অভিধান’ -এর সংকলক কে?
- সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- অসিতকুমার বন্দোপাধ্যায়
- শৈলেন্দ্র বিশ্বাস
- প্রমথনাথ বিশী
590. উইলিয়াম কেরী সম্পাদনা করেছেন কোন গ্রন্থটি?
- Vocubulary
- বাংলা ভাষার অভিধান
- বাঙলা-পর্তুগীজ অভিধান
- থিরসাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।