বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55
541. কোনটি সঠিক ?
- ভাষা গতিশীল নয়
- ভাষা স্থির নয়
- ভাষা গতিশীল ও স্থির
- ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয়
542. নিচের কোন শব্দটি দেশী শব্দ নয় ?
- টং
- চাটাই
- অংশ
- ঢেঁঁকি
543. প্যাগোডা’ কোন দেশের শব্দ ?
- চীনা
- জাপানি
- বর্মি
- জার্মান
544. বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
- ৪ ভাগে
- ৫ ভাগে
- ৩ ভাগে
- ২ ভাগে
545. নিচের কোনগুলো ফরাসি শব্দ ?
- লুঙ্গী, ফুঙ্গি
- কার্তুজ, রেস্তরা
- পেন্সিল, ইউনিভার্সিটি
- পাউডার, ইউনিয়ন
546. নিচের কোনগুলো জাপানি শব্দ ?
- রিকশা, চিনি
- চাহিদা, শিখ
- আলমারি, গুদাম
- জিন্দা, জানোয়ার
547. তৎসম’ কোন ধরনের শব্দ ?
- পারিভাষিক শব্দ
- আঞ্চলিক শব্দ
- মিশ্র শব্দ
- ফারসি
548. অর্ধতৎসম শব্দ কোনটি ?
- সুনাম
- সূর্য
- জবান
- জোছনা
549. কোনটি মিশ্র শব্দ ?
- কৃষ্টি-সৃষ্টি
- হালাল-হারাম
- নামাজ-রোজা
- হাট-বাজার
550. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
- ৩ ভাগে
- ২ ভাগে
- ৬ ভাগে
- ৪ ভাগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 55"