
বাংলা ভাষা ও সাহিত্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন
331. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
- প্রাদেশিক স্বায়ত্তশাসন
- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
- পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
- বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন
332. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
- ভারতে
- বাংলাদেশে
- শ্রীলংকায়
- মালদ্বীপে
333. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’
-এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
- অবস্থাবাচক শব্দ
- বাক্যালঙ্কার শব্দ
- ধ্বন্যাত্মক শব্দ
- দ্বিরুক্ত শব্দ
334. EXCITE:CALM
- restrin:compose
- Hagitate:trouble
- upset:preturb
- stimulate:cool down
335. ‘ব্যাঙের সর্দি’-অর্থ কি?
- রোগ বিশেষ
- সম্ভাব্য ঘটনা
- অসম্ভব ঘটনা
- প্রতারণা
কুইজ মডেল টেস্ট অনুশীলন
336. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রুপ’-বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়?
- সমন্বয়ী
- অনন্বয়ী
- পদান্বয়ী
- অনুকার
337. সন্ধির প্রধান সুবিধা কি?
- পড়ার সুবিধা
- লেখার সুবিধা
- উচ্চারণের সুবিধা
- শোনার সুবিধা
338. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- নেতিবাচক
- বিয়োগান্ত
- নঞর্থক
- অজানা
339. কবি কাজী নজরূল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
- বারীন্দ্রকুমার ঘোষ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বীরজাসুন্দরী দেবী
- মুজাফফর আহমদ
340. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- মধুসূদন দত্ত
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
“