অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 31

301. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

  1. স্যার উইলিয়াম জোনস
  2. স্যার উইলিয়াম ক্যারী
  3. রাজীব লোচন মুখোপাধ্যয়
  4. ব্যাসি হ্যালহেড

302. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

  1. ১৮০০ সালে
  2. ১৮০১ সালে
  3. ১৮০২ সালে
  4. ১৮০৪ সালে

303. ভারতচন্দ্র রায় গুনাকর কোন রাজসভার কবি?

  1. আরাকান রাজসভা
  2. কৃষ্ণনগর রাজসভা
  3. রাজা গনেশের রাজসভা
  4. লক্ষণসেনের রাজসভা

304. সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?

  1. শ্রীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
  2. তুলসী লাহিড়ি
  3. দ্বিজেন্দ্রলাল রায়
  4. ধালাইচাঁদ মুখোপাধ্যায়

305. নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  2. পঞ্চাশের মন্বন্তর
  3. বায়ান্নর ভাষা আন্দোলন
  4. একাত্তরের মুক্তিযোদ্ধা

306. রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর’-কার রচনা?

  1. চণ্ডিদাস
  2. জ্ঞানদাস
  3. বিদ্যাপতি
  4. লোচন দাস

307. চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?

  1. বাংলা+ফারসি
  2. সংস্কৃত+ফাসরি
  3. ফারসি+আরবি
  4. সংস্কৃতি+আরবি

308. ড. মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-

  1. বঙ্গভাষা ও সাহিত্য
  2. বাংলা সাহিত্যের কথা
  3. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  4. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

309. Ballad কী?

  1. লোকগীতি
  2. লোকগাথা
  3. গীতিকা
  4. গাথা

310. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?

  1. সুকুমার সেন
  2. দীনেশচন্দ্র সেন
  3. মুহাম্মদ শহীদুল্লাহ
  4. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline