
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 18
171. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা –
- মুহম্মদ শহীদুল্লাহ
- মোঃ বরকতউল্লাহ
- মুহম্মদ আব্দুল হাই
- মাওলানা আকরাম খাঁ
172. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
- দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
- বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
- কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
- কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
173. মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
- মোজাম্মেল হক
- মীর মোশাররফ হোসেন
- রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
- মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
174. কাকে কবি কন্ঠহার বলা হয়?
- বিদ্যাপতি
- জয় দেব
- ভারত চন্দ্র
- বিহারী লাল
175. কোন দুটি অঘোষ ধ্বনি?
- Array
- Array
- Array
- Array
176. নালিশটা অযৌক্তিক।- কোন ধরনের বাক্য?
- অস্তিবাচক
- নেতিবাচক
- নির্দেশক
- অনুজ্ঞাবাচক
177. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
- অবলোহিত বিকিরণ
- গামা রশ্মি
- মাইক্রোওয়েভ
- আলোক তরঙ্গ
178. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণএর নাম কি?
- ভাষা ও ব্যাকরণ
- গৌড়ীয় ব্যাকরণ
- মাগধীয় ব্যাকরণ
- মাতৃভাষার ব্যাকরণ
179. নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
- চাহিদা
- গুদাম
- কুপন
- চাকর
180. অপলাপ- শব্দের অর্থ কী?
- অসদালাপ
- অস্বীকার
- মিথ্যা
- প্রলাপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।