
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 12
111. কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান ?
- বড়দিদি
- অভাগীর স্বর্গ
- মামলার ফল
- মন্দির
112. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
- নষ্টনীড়
- গোরা
- শেষের কবিতা
- ঘরে বাইরে
113. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
- নাইট্রিক অ্যাসিড
- সাইট্রিক অ্যাসিড
- হাইড্রোক্লোরিক অ্যাসিড
- টারটারিক অ্যাসিড
114. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন
- T S Elliot
- W B Yeats
- Ejra Pound
- Kits
115. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন
- কামরুল হাসান
- হাশেম খান
- হামিদুর রহমান
- রফিকুন্নবী
116. বাংলাদেশ কথা কয় কে লিখেছেন?
- আবুল মোমেন
- আব্দুল গাফফার চৌধুরী
- রামেন্দু মজুমদার
- মনজুর আহমেদ
117. অভাগা যদ্যাপি যায় সাগর শুকায়ে যায় এটা কার উক্তি?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- সতেন্দ্রনাথ দত্ত
- সুধীন্দ্রনাথ দত্ত
- মুকুন্দরাম
118. ব্রাম্মিলিপি কোন রাজাদের আমলে পরিবর্তিত হয়?
- কুষান ও গুপ্ত
- অশোক ও আকবর
- পাল ও সেন
- অশোক অ পাল
119. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর পারিবারিক পদবি
- দত্ত
- মিত্র
- বন্দোপাধ্যায়
- চক্রবর্তী
120. মাগন ঠাকুরের বিখ্যাত কাব্য কোনটি?
- অমরাবতী
- নূরনামা
- পদ্মাবতী
- চন্দ্রাবতী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।