
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 6
51. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
- প্রবন্ধ
- নাটক
- গীতিকবিতা
- ছোটগল্প
52. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
- রামরাম বসু
- উইলিয়াম কেরি
- লর্ড ওয়েলেসলি
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
53. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো/কোনটি?
- খানা টুকু
- কেতা পাটি
- গোটা টা
- গুলো গুলি
54. মাতৃহৃদয়ের পক্ষপাতিত্য নাই’ — বাক্যটি কোন রচনার অন্তর্গত?
- বিলাসী
- অর্ধাঙ্গী
- কমলাকান্তের দপ্তর
- যৌবনের গান
55. সঁপা- শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ-
- স্বপন
- সর্প
- সপ্না
- সমর্পণ
56. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-
- ঈশ্বরী পাটনী
- ভাঁড়ুদত্ত
- চাঁদ সওদাগর
- নলকুবের
57. ‘Industrious’ এর বঙ্গানুবাদ –
- শিল্পানুরাগী
- শিল্পদ্যোগী
- পরিশ্রমী
- শিল্পায়ন
58. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?
- নীল
- লাল
- সবুজ
- বেগুনি
59. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
- ক ষ
- ক ষ ণ
- ক ষ ম
- হ ম
60. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
- পরাগল খাঁ
- লোচন দাস
- জয়ানন্দ
- বৃন্দাবন দাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।