
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 4
31. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
- জসীমউদদীন
- ফররুখ আহমদ
- আবুল হাসান
- শহীদ কাদরী
32. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
- মহাকাব্য
- সনেট
- পত্রকাব্য
- গীতিকাব্য
33. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
- আত্মজীবনী
- প্রণয়কাব্য
- নীতিকাব্য
- জঙ্গনামা
34. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ফার্সি
- তুর্কি
- পর্তুগিজ
- আরবি
35. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
- বহুব্রীহি
- কর্মধারয়
- সুপসুপা
- অব্যয়ীভাব
36. অশোক সৈয়দ কার ছদ্মনাম?
- আব্দুল মান্নান সৈয়দ
- সৈয়দ আজিজুল হক
- আবু সায়ীদ আইয়ুব
- সৈয়দ শামসুল হক
37. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
- সঞ্চয়
- কবীন্দ্র পরমেশ্বর
- শ্রীকর নন্দী
- কাশীরাম দাস
38. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?
- দিলারা হাশেম
- রাজিয়া খান
- রিজিয়া রহমান
- সেলিনা হোসেন
39. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?
- মুহম্মদ আবদুল হাই
- মুহম্মদ এনামুল হক
- মুহাম্মদ শহীদুল্লাহ
- আহমদ শরীফ
40. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
- হায়াৎ মাহমুদ
- শেখ ফয়জুল্লাহ
- সৈয়দ সুলতান
- মুহাম্মদ খান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।