অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

1. ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?

  1. সৈয়দ আলী আহসান
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. সৈয়দ শামসুল হক
  4. সিকান্দার আবু জাফর

2. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

  1. তিলোত্তমা কাব্য
  2. মেঘনাদ বধ কাব্য
  3. বেতাল পঞ্চবিংশতি
  4. বীরাঙ্গনা

3. আমি কিংবদন্তীর কথা বলছি’-এর রচয়িতা কে?

  1. সিকান্দার আবু জাফর
  2. আবু জাফর ওবায়দুল্লাহ
  3. ফররুখ আহমেদ
  4. আহসান হাবীব

4. এ মাটি সোনার বাড়া’-এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

  1. বিশেষণের অতিশায়ন
  2. রূপবাচক বিশেষণ
  3. উপাদানবাচক বিশেষণ
  4. বিধেয় বিশেষণ

5. মেছো’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?

  1. মাছ+ও
  2. মেছ+ও
  3. মাছি+উয়া>ও
  4. মাছ+উয়া>ও

6. বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে?

  1. মধুসুদন দত্ত
  2. দীনবন্ধু মিত্র
  3. রামনারায়ণ তর্করত্ন
  4. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর

7. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

  1. বাক+দান=বাগদান
  2. উ+ছেদ=উচ্ছেদ
  3. পর+পর=পরস্পর
  4. সম+সার=সংসার

8. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

  1. আলাওল
  2. কারেশী গমন
  3. দৌলত কাজী
  4. সৈয়দ সুলতান

9. সাপ্তাহিক ‘সুধাকার-এর সম্পাদক কে?

  1. মু্ন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
  2. শেখ আব্দুর রহিম
  3. মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
  4. ইসমাইল হোসেন সিরাজি

10. মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?

  1. ১৯২৬ সালে
  2. ১৯২৭ সালে
  3. ১৯২৮ সালে
  4. ১৯২৯ সালে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline