
নৈতিকতা-মুল্যবোধ-ও-সুশাসন – নৈতিকতা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 3
21. লালফিতার দৌরাত্মের ফলে ব্যাহত হয় –
- উন্নয়ন
- জনগণের সম্মতি ও সন্তুষ্টি
- আইন
- জবাবদিহিতা
22. সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবর্তন করা হয়-
23. সুশাসনের আভাস পাওয়া যায়-
- সপ্তদশ শতাব্দীর শেষের দিকে
- অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে
- একাদশশতাব্দীর শেষের দিকে
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
24. Morality শব্দটির উৎপত্তি হয়েছে কোন ল্যাতিন শব্দ হতে?
- Moralitus
- Muralites
- Moralites
- Moralitas
25. রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়-
26. নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের প্রধান উৎস –
- রাষ্ট্র
- সমাজ
- পরিবার
- সবগুলো
27. Moralitas হলো-
- খারাপ আচরন
- প্রথা
- ভালো আচরন
- মানসিকতা
28. যে অধিকার লঙ্ঘিত হল রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই-
- সাংবিধানিক অধিকার
- রাজনৈতিক অধিকার
- সামাজিক অধিকার
- নৈতিক অধিকার
29. যৌতুক নিরোধ আইন প্রতিষ্ঠা করা হয়-
- ১৯৭৯ সালে
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৮২ সালে
30. মূল্যবোধের বিকাশ শুরু হয়-
- শিশুকাল থেকে
- যে কোন স্থানে
- স্কুলে
- কিশোর বয়স থেকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।