নৈতিকতা-মুল্যবোধ-ও-সুশাসন – নৈতিকতা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

অণুজীব

নৈতিকতা-মুল্যবোধ-ও-সুশাসন – নৈতিকতা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

1. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

  1. 27
  2. 28
  3. 30
  4. 47

2. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সনের কত তারিখে?

  1. ১৭ এপ্রিল, ২০০২
  2. ৯ এপ্রিল, ২০০২
  3. ১৮ মার্চ, ২০০২
  4. ৩ এপ্রিল, ২০০২

3. বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?

  1. 10
  2. 11
  3. 12
  4. 13

4. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

  1. ১৯০৬ সালে
  2. ১৮৬৪ সালে
  3. ১৯১৯ সালে
  4. ১৯৪০ সালে

5. দ্রুত বিচার আইন প্রবর্তিত হয় কত সালে?

  1. 2001
  2. 2002
  3. 2003
  4. 2004

6. বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

  1. 3(খ)
  2. 5(ক)
  3. 5(গ)
  4. 4(ঘ)

7. সুশাসনের একপক্ষ সরকার অন্যপক্ষ-

  1. জনগন
  2. গনমাধ্যম
  3. শাসন বিভাগ
  4. বিচার বিভাগ

8. সুশাসনের ইংরেজী প্রতিশব্দ হল-

  1. E-governance
  2. Good Governance
  3. Good Government
  4. ordinance

9. আইনের আনুষ্ঠানিক উৎস হল-

  1. রাষ্ট্র
  2. সংবিধান
  3. সমাজ
  4. সংসদ

10. সন্ত্রাসবাদ কিসের অন্তরায় হিসেবে কাজ করে?

  1. দুঃশাসন
  2. সামাজিক অস্থিরতা
  3. দুর্নীতি
  4. সুশাসন

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline