অণুজীব

 

গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 72

711. AMERICA শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে ৩টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা কত হবে?

  1. 130
  2. 135
  3. 140
  4. 145

712. 2 সে . মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?

  1. 4π-8
  2. 4π+8
  3. 2π-4
  4. 2π+4

713. ৩৬ টি একই ধরনের চেয়ার কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে প্রত্যেক সারিতে কমপক্ষে ৩ টি চেয়ার থাকে এবং সারির সংখ্যা কমপক্ষে ৩ হয়। উল্লেখ্য প্রত্যেক সারিতে চেয়ারের সংখ্যা সমান?

  1. 2
  2. 6
  3. 5
  4. 10

714. 0.0000472 সংখ্যাটিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ কর?

  1. 4.72 × 10-5
  2. 4.72 × 10-6
  3. 4.72 × 10-4
  4. 4.72 × 10-7

715. একটি গাড়ির গতি সেকেন্ডে ৬০ ফুট। প্রতি ঘন্টার গতি কত মাইল?

  1. 44
  2. 88
  3. 22
  4. কোনটিই নয়

716. (x2)3 কে x3 দ্বারা গুণ করলে কত হবে?

  1. x9
  2. x18
  3. x27
  4. x24

717. 2n ÷ 2n – 1 = কত?

  1. 2
  2. 2n + 1
  3. 2n
  4. 2n – 1

718. ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০০০০ পিন তৈরি করা হলে প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?

  1. 0.021
  2. 0.21
  3. 0.0021
  4. 0.47

719. এক অসৎ দোকানদার ক্রেতাকে ১ কিলোগ্রাম দ্রব্যের স্থলে ৯৫০ গ্রাম দ্রব্য দেয়। যে ক্রেতা দোকানদারের নিকট হতে ২৫ কিলোগ্রাম দ্রব্য কিনে সে কত কিলোগ্রাম ঠকে?

  1. ১.০০ কেজি
  2. ১.১৫ কেজি
  3. ১.২৫ কেজি
  4. ১.৩৫ কেজি

720. ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

  1. x/y
  2. y/x
  3. xy
  4. কোনটিই না

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline