
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 68
671. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
- ১২ ফুট
- ৯ ফুট
- ৬ ফুট
- ৩ ফুট
672. একটি ঘড়িতে ৬টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘন্টাধ্বনি সমান সময়ে ব্যবধানে বাজে।
- ১১ সেকেন্ড
- ১০ সেকেন্ড
- ১২ সেকেন্ড
- ১০(১/৫) সেকেন্ড
673. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ২ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
- ৬ সেমি
- ৫ সেমি
- ৮ সেমি
- ৭ সেমি
674. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
- ১ কিলোগ্রাম
- ১০ কিলোগ্রাম
- ১০০ কিলোগ্রাম
- ১০০০ কিলোগ্রাম
675. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
- ৮% (বৃদ্ধি)
- ৮% (হ্রাস)
- ১০৮% (বৃদ্ধি)
- ১০৮% (হ্রাস)
676. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
- ১/২(ভূমি x উচ্চতা)
- দৈর্ঘ্য x প্রস্থ
- ২(দৈর্ঘ্য x প্রস্থ)
- ভূমি x উচ্চতা
677. 1/2{(a + b)2 + (a – b)2} = কত?
- a2 + b2
- a2 – b2
- (a + b)2/2 – (a – b)2/2
- (a + b)2 + (a – b)2
678. am.an = am+n কখন হবে?
- m ধনাত্মক হলে
- n ধনাত্মক হলে
- m ও n ধনাত্মক হলে
- m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
679. নিচের কোন সংখ্যাটি মৌলিক?
- 91
- 47
- 87
- 143
680. প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে ?২ √৯ ৪ √২৫ ?
- 6
- 8
- 3
- 5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।