
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55
541. a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মাণ –
- 1
- 2
- 4
- 6
542. ৪০ সংখ্যাটি হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
- a+১১=৪০
- a+৪০=১১
- a=৪০+১১
- a=৪০+১
543. ৪০ লিটারের পানি ও দুধের মিশ্রণে পানির পরিমাণ ১০%, কি পরিমাণ পানি মেশালে নতুন মিশ্রণে পানির পরিমাণ ২০% হবে?
- ৫ লিটার
- ৪ লিটার
- ৬ লিটার
- ৭ লিটার
544. ২৫ গ্রামের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ঃ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ঃ১ হবে?
- ৫ গ্রাম
- ৬ গ্রাম
- ১০ গ্রাম
- ২০ গ্রাম
545. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
- 897
- 898
- 899
- 900
546. একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ২৮০ টাকা
- ৩০০ টাকা
- ৩৮০ টাকা
- ৪০০ টাকা
547. For any x ≠ 0 and x ≠ 1, (x^2 + 4x – 5)/(x^2 – x) = ?
- x – 5
- x + 5/x
- 4 – 5/x
- 1 + 5/x
548. নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
- (√2+√3)/2
- 1.5
- (√2.√3)/2
- 1.8
549. দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ?
- একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
- একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণে ও অনুরুপ বাহুর সমান
- একটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণের সমান
- একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
550. x+y=6 এবং xy=8 হলে (x-y)^2 এর মান কত ?
- 4
- 6
- 8
- 12
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।