পৃথিবী-ও-মহাকর্ষ – জেএসসি-বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 808
8071. কোনটি ভরের সমানুপাতিক?
- ত্বরণ
- বেগ
- ওজন
- দ্রুতি
8072. একটি স্প্রিংকে এক সেন্টিমিটার প্রসারিত করতে এক নিউটন বলে প্রয়োজন হয়। এর এক প্রান্তে ২ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 19.6 সেন্টিমিটার প্রসারিত হলো।
- ৯.৭৮ মিটার/সেকেন্ড২
- ৯.৮ মিটার/সেকেন্ড২
- ৯.৮১ মিটার/সেকেন্ড২
- ৯.৮৩ মিটার/সেকেন্ড২
8073. স্প্রিংটিকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নেয়া হলে স্প্রিংয়ের প্রসারণ-
- হ্রাস পাবে
- বৃদ্ধি পাবে
- অপরিবর্তিত থাকবে
- শূন্য হবে
8074. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
- প্রোটন
- নিউট্রন
- ইলেকট্রন
- নিউক্লিয়াস
8075. বস্তুর ভর অপরিবর্তিত থাকে বস্তুর-
- অবস্থানের পরিবর্তন হলে
- আকৃতি অপরিবর্তিত থাকলে
- গতির পরিবর্তন ঘটলে
A,B,C
8076. কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
- ওজন
- ভর
- আয়তন
- সবগুলো
8077. কোথায় বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
- পৃথিবীর কেন্দ্রে
- পৃথিবীর উপরে
- মেরু অঞ্চলে
- বিষুবীয় অঞ্চলে
8078. বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে কীসের পরিবর্তন হয়?
- ওজন
- ভর
- আকৃতি
- সংযুক্তি
8079. কোনটি দ্বারা অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয়?
- G
- F
- R
- g
8080. নিচের কোনটির ওপর অভিকর্ষজ ত্বরণের মান বেশি?
- লোহা
- কাগজ
- কাঠ
- সবগুলোর ওপর মান সমান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৃথিবী-ও-মহাকর্ষ - জেএসসি-বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 808"