পৃথিবী-ও-মহাকর্ষ – জেএসসি-বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 804
8031. কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাহল-
- ভর
- ওজন
- অভিকর্ষ বল
- মহাকর্ষ
8032. পৃথিবীর কোথায় g- এর মান শূণ্য?
- মেরু অঞ্চল
- পৃথিবীর কেন্দ্রে
- পর্বতের চূড়ায়
- বিষুবীয় অঞ্চলে
8033. মহাকর্ষ বল নিচের কোনটির ওপর নির্ভর করে?
- বস্তুর ভর
- মাধ্যমের প্রকৃতি
- বস্তুর আকৃতি
- বস্তুর প্রকৃতি
8034. কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পকর্ষ সম্পর্কে ধারণা দেন?
- প্লাঙ্ক
- অ্যারিষ্টটল
- আইনস্টাইন
- নিউটন
8035. ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সন্নিকটস্থ স্থানসমূহে বস্তুর ওজনের বিভিন্নতার কারণ হলো-
- পৃথিবীর আকৃতি
- পৃথিবীর বার্ষিক গতি
- ভূপৃষ্ঠ হতে উচ্চতা
A,C
8036. অভিকর্ষজ ত্বরণ প্রকাশের প্রতীক কোনটি?
- F
- M
- S
- g
8037. নিচের কোনটি সকল বস্তুকে নিজের দিকে টানে?
- পৃথিবী
- ছায়াপথ
- চাঁদ
- সৌরজগত
8038. মহাকর্ষ বলের ক্রিয়াপথের প্রকৃতি কীরূপ?
- বৃত্তাকার
- সরলরৈখিক
- চক্রাকার
- বেলনাকার
8039. ভূ-পৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এরূপ রাশি হলো বস্তুর-
- ভর
- ওজন
- অভিকর্ষজ ত্বরণ
B,C
8040. মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্য বলকে কী বলে?
- অভিকর্ষ
- অভিকর্ষজ ত্বরণ
- মহাকর্ষ
- ওজন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৃথিবী-ও-মহাকর্ষ - জেএসসি-বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 804"