পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র – জেএসসি-বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 748
7471. কোনটি সবুজ উদ্ভিদের প্রাথমিক উৎপাদক?
- পানি
- লবণ
- অক্সিজেন
- নাইট্রোজেন
7472. জীব উপাদান হল-
- উদ্ভিদ
- কীটপতঙ্গ
- মৃত দেহ
A,B
7473. বাস্তুতন্ত্রকে অন্য কী নামে আখ্যায়িত করা হয়?
- বাস্তুসংস্থান
- প্রকৃতি
- স্থিতাবস্থা
- ক ও খ উভয়ই
7474. নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক?
- কচ্ছপ
- পাখি
- গরু
- ব্যাঙ
7475. ছাগল কোন স্তরের খাদক?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- সর্বভুক
7476. সর্বভুক নিচের কোনটি?
- বাঘ
- শুকর
- কচ্ছপ
- বানর
7477. বাস্তুতন্ত্রের উৎপাদক নিচের কোনটি ব্যবহার করে?
- O2
- CO2
- সূর্যের আলো
- N2
7478. জীবনধারণের জন্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত-
- পাখি ও ব্যাঙ
- জীব ও জড়
- মাছ ও মানুষ
- উদ্ভিদ ও প্রাণী
7479. যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা কোন স্তরের খাদক?
- প্রথম স্তরের
- দ্বিতীয় স্তরের
- তৃতীয় স্তরের
- সর্বোচ্চ স্তরের
7480. সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে ওঠে কেন?
- বনের মাটি কর্দমাক্ত
- মাটিতে বাতাস চলে না
- বাতাস থেকে অক্সিজেন নেয়ার জন্য
- বাতাস থেকে কার্বনডাই অক্সাইড নেয়ার জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র - জেএসসি-বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 748"