আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 721

অণুজীব

আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 721

7201. সংকট কোণের অন্য নাম কী?

  1. ক্রান্তি কোণ
  2. পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
  3. প্রতিসরণ কোণ
  4. প্রতিফলন কোণ

7202. সিডরের ফলে সুন্দরবন হরিণ ও শুকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেল।

  1. সাময়িকভাবে পরিবর্তিত হবে
  2. কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না
  3. বহু দিন পর্যন্ত ভারসাম্য ঠিক হবে না
  4. বহুদিন পর্যন্ত ভারসাম্য বজায় থাকবে

7203. মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?

  1. দৃষ্টিক্রান্তি
  2. মরিচা
  3. মরীচিকা
  4. আলোর প্রতিসরণ

7204. অপটিক্যাল ফাইবার কী?

  1. সরু কাঁচ
  2. মোটা কাঁচ
  3. একগুচ্ছ তার
  4. খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু

7205. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?

  1. কৃষ্ণমন্ডল
  2. শ্বেতমন্ডল
  3. কর্ণিয়া
  4. আইরিস

7206. রেটিনা গোলকের কোথায় অবস্থিত থাকে?

  1. পেছনে
  2. সামনে
  3. ডানে
  4. কেন্দ্রে

7207. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থি অস্বচ্ছ পর্দার নাম-

  1. কোরয়েড
  2. তারারন্ধ্র
  3. আইরিস
  4. অক্ষিপট

7208. চোখের শ্বেত প্রাচীরের সামনের অংশকে কী বলে?

  1. লেন্স
  2. রেটিনা
  3. কর্নিয়া
  4. আইরিস

7209. আলোর প্রতিসরণের জন্য কয়টি মাধ্যমের প্রয়োজন হয়?

  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি

7210. ম্যাগনিফাইং গ্লাসে বিবর্ধনের মান কেমন হয়?

  1. বেশি
  2. অত্যন্ত বেশি
  3. কম
  4. শূন্য

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline