অম্ল – জেএসসি-বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 706
7051. এসিডের মধ্যে ফেনোফথ্যালিনের রং-
- লাল
- নীল
- বর্ণহীন
- গোলাপি
7052. লেবুর রসে কোন এসিড থাকে?
- ল্যাকটিক
- হাইড্রোক্লোরিক
- সালফিউরিক
- সাইট্রিক
7053. H2CO3 একটি খনিজ এসিড। কারণ এটি-
- শক্তিশালী তাই ক্ষয়কারক
- অজৈব পদার্থ থেকে তৈরি হয়
- জীব দেহে তৈরি হয় না
B,C
7054. খাবার সোডায় ভিনেগার যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে?
- CI2
- CO2
- SO2
- H2
7055. সাইট্রিক এসিড অনুপস্থিত কোনটিতে?
- আমলকী
- আঙ্গুর
- কমলা
- লেবু
7056. সাইট্রিক এসিড যুক্ত ফল কোনটি?
- তেঁতুল
- আঙুর
- আপেল
- ভিনেগার
7057. চুনাপাথর সবধরনের এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?
- H2
- CO2
- SO2
- O2
7058. নিচের কোন ফলটির মধ্যে ট্যানিক এসিড বিদ্যমান?
- তেঁতুল
- চা
- কমলা
- আমলকি
7059. ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়?
- শুকনো
- দানাদার
- চটচটে
- পিচ্ছিল
7060. এসিডের সাধারণ মৌলিক পদার্থ কোনটি?
- অক্সিজেন
- হাইড্রোজেন
- সালফার
- নাইট্রোজেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - জেএসসি-বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 706"