মুনাফা – জেএসসি-গণিত-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 618
6171. ১২% মুনাফায় একটি মোবাইল ১৪০০ টাকায় বিক্রয় করা হলে মোবাইলটির ক্রয়মূল্য কত?
- ১৫৮০ টাকা
- ১২৫০ টাকা
- ১৮০০ টাকা
- ১৫০০ টাকা
6172. একটি প্যান্ট ৪০০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
- ৩৭৫ টাকা
- ৪২৫ টাকা
- ৪২৯ টাকা
- ৫০০ টাকা
6173. একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে, ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?
- 5
- 10
- 15
- 60
6174. বিক্রয়মূল্য< ক্রয়মূল্য হলে নিচের কোনটি ঘটে?
- মুনাফা
- ক্ষতি
- সমান সমান
- ঋণ
6175. বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
- ৪৮০০ টাকা
- ৪৫০০ টাকা
- ৪০০০ টাক
- ১৫০০ টাকা
6176. ৫% হার মুনাফায় কত বছরে ৫০০০ টাকার মুনাফা ২৫০ টাকা হবে?
- ১ বছর
- ২ বছর
- ৩ বছর
- ৪ বছর
6177. ৫% হার মুনাফায় ৭০০ টাকার ১ বছরের মুনাফা কত?
- ৩০ টাকা
- ১৪০ টাকা
- ৩৫ টাকা
- ২৫ টাকা
6178. কোন নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ হলে আসল কত টাকা?
- 3000
- 3500
- 4000
- 5000
6179. একটি ঘড়ি ৮% লাভে ১০৮ টাকা বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
- ৯২ টাকা
- ১০৮ টাকা
- ১০০ টাকা
- ১৬ টাকা
6180. মুনাফা বা ক্ষতি নির্ণয়ে ক্রয়মূল্য হিসেবে ধরা হয় কোনটিকে?
- আনুষঙ্গিক খরচ
- বিক্রয়মূল্য
- ক্রয়কৃত মূল্য
- লাভ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মুনাফা - জেএসসি-গণিত-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 618"