
কুরআন-ও-হাদিস-শিক্ষা – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 553
5526. মানবজাতির মহামুক্তির সনদ-
- কুরআন
- ম্যাগনা কার্টা
- সংবিধান
- হাদিস শরিফ
5527. ‘ইসমুল মুখাসামা’ অর্থ-
- বিধিবিধান
- বিতর্ক শাস্ত্র
- পরকাল সংক্রান্ত বিজ্ঞান
- ফিকহ শাস্ত্র
5528. মহানবির চরিত্রে ছিল-
- আমানতদারি
- বংশীয় গৌরব
- সত্যবাদিতা
A,C
5529. কুরআন দেখায়-
- জান্নাতের পথ
- কল্যাণের পথ
- পান্ডিত্যের পথ
A,B
5530. সুরা যিলযলে কোন অবস্থার কথা বর্ণনা করা হয়েছে?
- আখিরাত
- রিসালাত
- আকাইদ
- তাওহিদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।