ইবাদত – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 548
5471. কুরবানির আভিধানিক অর্থ কী?
- আনন্দ
- দু:খ
- ত্যাগ
- মহিমা
5472. হজের ফলে মানুষের মনে কীসের ধারণা জন্মায়?
- সাম্যের
- হিংসার
- বিভেদের
- অরাজকতার
5473. প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্ত-
- পোশাক-পরিচ্ছদ
- স্বর্ণ অলংকার
- পেশাজীবীর যন্ত্রপাতি
A,C
5474. জনাব মুক্তার আলী গ্রামের লোকদের বাছাই করে নিয়মিত যাকাত দেন। এ উদ্দেশ্য তিনি তাদেরকে স্বাবলম্বী করার পদক্ষেপ গ্রহণ করেন। যাকাতের অর্থ দ্বারা তিনি কাউকে স্বাবলম্বী করলে যাকাতের এটি তাদের কাছে গোপন রাখেন।
- গোপন রাখার ফলে যাকাত আদায় হবে না
- গোপন রাখলেও যাকাত আদায় হেব। কারণ তিনি যাকাত আদায়ের উদ্দেশ্যকে সামনে রেখেই যাকাত দেন
- আংশিক যাকাত আদায় হবে
- গোপন রাখার কারণে গুনাহগার হবেন
5475. মুক্তার আলী দরিদ্রের অংশ তাদেরকে দিয়ে দেওয়ার ফলে তার সম্পদ-
- কমে যাবে
- পবিত্র হবে
- বৃদ্ধি পাবে
B,C
5476. মাতাপিতার কাছে সবচাইতে প্রিয় কে?
- ভাই-বোন
- চাচা-চাচি
- সন্তান
- মামা-মামি
5477. হাজিগণ সাঈ করে-
- সাফা পাহাড়ে
- সাওর পাহাড়ে
- মারওয়া পাহাড়ে
A,C
5478. সম্পদের প্রকৃত মালিক কে?
- রাসুল (স)
- মানুষ নিজে
- মহান আল্লাহ
- রাষ্ট্র
5479. মেয়েদের পক্ষে আকিকার জন্য কয়টি পশু যবেহ করতে হয়?
- এক
- দুই
- তিন
- চার
5480. যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাপকে কী বলে?
- নিসাব
- হিসাব
- সাহিবে নিসাব
- সাহিবে হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 548"