শিক্ষা-ও-দৈনন্দিন-জীবনে-ইন্টারনেটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 528
5271. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
- রিং
- গুগল
- ইয়াহু
- পিপীলিকা
5272. ইন্টারনেট হলো-
- ওয়েবসাইট
- তথ্যভান্ডার
- ব্রাউজার
- প্রটোকল
5273. শিক্ষায় নিচের কোনটি সবচেয়ে বেশি সাহায্য করতে পারে?
- েই-মেইল
- টেলিফোন
- ফ্যাক্স
- ইন্টারনেট
5274. দৈনন্দিন কাজে নতুন মাত্রা যোগ করেছে কোন মাধ্যমটি?
- ইন্টারনেট
- রেডিও
- টেলিফোন
- পত্রিকা
5275. সবচেয়ে ছোট কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়?
- নোটবুক
- স্মর্টফোন
- ডেস্কটপ কম্পিউটার
- টেলিফোন
5276. যে কেউ ইচ্ছা করলে তার পছন্দের গান শুনতে পারে-
- কম্পিউটারের মাধ্যমে
- স্মার্টফোনের মাধ্যমে
- রেডিওর মাধ্যমে
A,B,C
5277. ব্যক্তির কোন পরিচয়টি তার একক সত্তা প্রকাশ করে?
- নাম
- বাড়ির ঠিকানা
- ই-মেইল
- অফিস ঠিকানা
5278. তারবিহীন ইন্টারনেট সার্ভিস দেয় কোনটি?
- ওয়াইফাই
- কম্পিউটার
- টেলিফোন
- অপটিক্যাল ফাইবার
5279. ই-মেইল খোলার সাইট কোনটি?
- গুগল ডট কম
- ইয়াহু ডট কম
- মেইল ডট কম
- ইন্টারনেট ডট কম
5280. সাইন আপ বলতে বুঝায়-
- নিবন্ধন করা
- লগ ইন করা
- ই-মেইল পাঠানো
- লগ আউট করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শিক্ষা-ও-দৈনন্দিন-জীবনে-ইন্টারনেটের-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 528"