স্প্রেডশিটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 518
5171. ভিসিক্যালক (Visicale) কোন কোম্পানির সফটওয়্যার?
- মাইক্রোসফট
- অ্যাপল
- আইবিএম
- এডবি
5172. স্প্রেডশিট প্রোগ্রাম কী?
- এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
- গাড়ি
- লেখালেখির প্রোগ্রাম
- ভাইরাস প্রোগ্রাম কোড
5173. স্প্রেডশিটে ফর্মুলা হলো নিচের কোনটি?
- Sum
- Sub
- =AI + B1
- AVG
5174. ওয়ার্কশিট দিয়ে যে সব কাজ করা যায়-
- লেখালেখির কাজ
- হিসাব-নিকাশের কাজ
- গ্রাফচিত্রের কাজ
B,C
5175. ক্যালকুলেটর এর সাহায্যে কোন কাজটি করা যায় না?
- যোগ
- বিয়োগ
- সহজ হিসাব
- জটিল ও দীর্ঘ হিসাব
5176. নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসেবের সমস্যা দূর হয়েছে?
- রেডিও
- রকেট
- কম্পিউটার
- ল্যাপটপ
5177. নিচের কোনটি দ্বরা সেল ঠিকানা বোঝায়?
- B
- 11
- B11
- BE
5178. গাণিতিক ফর্মুলার সাহায্যে যে ধরনের কাজ করা হয়-
- যোগ
- বিয়োগগুণ
- ভাগগড়
A,B,C
5179. সেলের কন্টেন্ট দেখানো হয় নিম্নোক্ত কোন বারে?
- টাইটেল বার
- ফরমুলা বার
- স্ট্যাটাস বার
- ওয়ার্কবুক
5180. ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বার প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
- #ERROR!
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্প্রেডশিটের-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 518"