তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-নিরাপদ-ও-নৈতিক-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 498
4971. নিচের কোন ম্যালওয়্যারটি পুনরুৎপাদন হয়?
- কম্পিউটার ভাইরাস
- স্পাইওয়্যার
- এডওয়্যার
- নরটন
4972. কোনটির মাধ্যমে বর্তমানে ম্যালওয়্যার দ্রুত ছড়িয়ে পড়ছে?
- ওয়ার্ম
- কম্পিউটার
- ইন্টারনেট
- স্যাটেলাইট
4973. বর্তমানে কোন অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যার এর সংখ্যা বেশি?
- ইউনিক্স
- ম্যাক ওয়েস
- উইন্ডোজ
- লিনাক্স
4974. বিনা অনুমতিতে যারা অন্যের কম্পিউটারে প্রবেশ করে তাদেরকে কী বলে?
- হ্যাকিং
- হ্যাকার
- ক্র্যাকার
- ক্র্যাক
4975. কীসের সাহায্যে মানুষ তার জীবনকে দক্ষভাবে পরিচালিত করতে পারে?
4976. মজিলা ফায়ারফক্স কী?
- ওয়েবসােইট দেখার ব্রাউজার
- ওয়েবসাইট
- ডেটাবেজ
- অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার
4977. আরিফা তার কম্পিউটারের সাহায্যে ই-মেইল অ্যাকাউন্টে ঢুকে ইনবক্সে মেইল চেক করছে। হঠাৎ কোনোকিছু বুঝে ওঠার আগেই তার কম্পিউটারটি হ্যাং হয়ে গেল। পাশ থেকে তার ভাই আরিফাকে বলল যে, কিছু কিছু ক্ষতিকারক সফটওয়্যার ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে।
- কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি
- ছদ্মবেশে থাকা ক্ষতিকারক সফটওয়্যারের আক্রমণ
- কম্পিউটারের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা
A,B
4978. আরিফার কম্পিউটারে আক্রমণ করা ক্ষতিকারক সফটওয়্যারটি কী?
4979. বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার হলো-
- Lastpass
- Lastic
- Keepass
A,C
4980. চেরনোবিল ভাপইরাসের অন্য নাম কী?
- ওয়ার্ম
- জেরুজালেম
- ভিয়েনা
- সিআই এইচ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-নিরাপদ-ও-নৈতিক-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 498"