তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-নিরাপদ-ও-নৈতিক-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 497
4961. অনেকে ইন্টারনেটে ভুল তথ্য দিয়ে মানুষকে কী করে?
- বিভ্রান্ত করে
- ক্ষতি করে
- বিরক্ত করে
- জ্ঞানী করে
4962. ইন্টারনেটে স্প্যাম ছাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়?
4963. কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
- মাইক্রোসফট ওয়ার্ড
- ট্রোজান হর্স
- গুগল ক্রোম
- মজিলা ফায়ারফক্স
4964. বর্তমানে অধিকাংশ তথ্যের জন্য আমরা কীসের ওপর নির্ভর করি?
4965. জটিল পাওয়ার্ড তৈরিতে ব্যবহার করা হয়-
- শব্দ
- বাক্য
- প্রতীক
A,B,C
4966. শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না কোথায়?
- ব্যক্তি পরিচয়ে
- ইন্টারনেটে
- মোবাইলে
- ভিডিও চ্যাটিংয়ে
4967. বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম কী?
- মরিসওয়ার্ম
- ট্রোজেন হর্স
- ভাইরাস
- ব্রেইন
4968. বিধ্বংসী আচরণের ভাইরাস কোনটি?
- এলক ক্লোজার
- ব্রেইন
- রুটকিটস
- রিপার
4969. পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
- কারো মোবাইল নাম্বার
- কারো নাম
- সহজে অনুমানযোগ্য নয়
- সহজে অনুমানযোগ্য
4970. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি?
- নেটওয়ার্ক
- মডেম
- পেনড্রাইভ
- রাউটার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-নিরাপদ-ও-নৈতিক-ব্যবহার - কুইজ মডেল টেস্ট অনুশীলন"