বিরামচিহ্ন – জেএসসি-বাংলা-2-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 459
4581. ড্যাস চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
- ১ সেকেন্ড
- ১ বলার দ্বিগুণ সময়
- ১ বলার সময়
- ২ সেকেন্ড
4582. একই ধরনের পদ প্রকাশের ক্ষেত্রে বিরতিচিহ্ন বসে কোনটি?
- হাইফেন
- কোলন
- দাঁড়ি
- সেমিকোলন
4583. বক্তব্য ব্যাখ্যার জন্য কোনটি ব্যবহৃত হয়?
- হাইফেন
- ড্যাস
- কমা
- সেমিকোলন
4584. মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে?
- কমা দাঁড়ি ইলেক
- কমা উদ্ধরণ
- চিহ্ন দাঁড়ি
- উদ্ধৃতি
4585. বাক্যের শেষে কতটি বিরামচিহ্ন ব্যবহৃত হতে পারে?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
4586. কোথায় সেমিকোলন বসে?
- সম্বোধনের পরে
- যৌগিক বাক্যে
- খন্ডবাক্যে
- বিস্ময় প্রকাশে
4587. কথাটা বলা সহজ করা কঠিন – বিরামচিহ্ন বসাও –
- কথাটা বলা সহজ
- করা কঠিন;কথাটা বলা সহজ; করা কঠিন।
- কথাটা বলা সহজ। করা কঠিন।
- কথাটা বলা সহজ? করা কঠিন।
4588. বাক্যে প্রশ্ন বোঝানোর জন্য কোন চিহ্ন বসে?
- প্রশ্নবোধক চিহ্ন
- ড্যাস
- কমা
- দাঁড়ি
4589. উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
- কমা
- হাইফেন
- ড্যাস
- সেমিকোলন
4590. প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
- ১ সেকেন্ড
- ১ বলার সময়
- ১ বলার দ্বিগুণ সময়
- ২ সেকেন্ড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিরামচিহ্ন - জেএসসি-বাংলা-2-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 459"