ধ্বনি-ও-বর্ণ – জেএসসি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 427
ধ্বনি-ও-বর্ণ জেএসসি-বাংলা | 4261. ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
- ব্যঞ্জনস্বর
- ব্যঞ্জনরব
- ব্যঞ্জনবর্ণ
- স্বরবর্ণ
4262. ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ – এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো –
- বিশশাশ্
- পকক
- দনদো
- তিববত
4263. ধ্বনি তৈরির মূল উপাদান বাতাস জোগায় কে?
- গলনালী
- জিভ
- স্বরতন্ত্রী
- ফুসফুস
4264. ধ্বনি তৈরির জন্য সহায়তা করে কোনটি?
- স্বরতন্ত্রী
- গলনালী
- তালু
- বাগযন্ত্র
4265. ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
- স্বরতন্ত্রী
- গলনালি
- তালু
- বাগযন্ত্র
4266. র-ফলা কোথায় যুক্ত হয়?
- বর্ণের উপরে
- বর্ণের নিচে
- বর্ণের পাশে
- বর্ণের আগে
4267. নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে –
- একটি
- কেটলি
- এক
- মেঘ
4268. ‘অ, ই, উ, ঋ’ – কোন ধরনের স্বরধ্বনি?
- দীর্ঘ স্বরধ্বনি
- হ্রস্ব স্বরধ্বনি
- যৌগিক স্বরধ্বনি
- মৌলিক স্বরধ্বনি
4269. কোনটি অন্তঃস্থ য এর উচ্চারণ স্থান?
- কন্ঠ ও তালু
- কন্ঠ ও ওষ্ঠ
- দন্ত ও ওষ্ঠ
- কন্ঠ ও জিহ্বামূল
4270. ‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে –
- মৃনময়
- মৃনমোয়
- মৃনময়্
- মৃনমোয়্
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ধ্বনি-ও-বর্ণ জেএসসি-বাংলা-2 মডেল টেস্ট"