জেএসসি-বাংলা-1-সহপাঠ-8-সোহরাব-রোস্তম – জেএসসি-বাংলা-1-সহপাঠ – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 411
4101. রোস্তম-তহমিনার ছেলের নাম কী?
- সোহরাব
- সিদ্দীক
- কায়কোবাদ
- আফরাসিয়ার
4102. রোস্তম চরিত্রে নিম্নলিখিত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে?
- বীরত্ব ও কৌশলী
- মনোবল ও প্রতিহিংসাপরায়ণ
- দেশপ্রেমিক ও ধৈর্যশীল
4103. সোহরাবের নামকরণ করেছিল কে?
- তার পিতা
- তার মাতা
- তার পিতামহ
- তার মাতামহ
4104. ‘রখ্শ’ কার নাম ছিল?
- একটি ঘোড়ার নাম
- একজন দেবতার নম
- একজন সেনাপতির নাম
- একটি পাখির নাম
4105. ‘সোহরাব রোস্তম’ গল্পটিতে নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
- নৈশভোজ
- আশঙ্কাবিলাপ
- গ্লানিবিভ্রান্ত
- নিষ্পদ”;}}
4106. তখন নিশূতি রাত- এখানে ‘নিশুতি’ শব্দটি দ্বারা কী বুঝানো হয়েছে?
- ভোররাত
- গভীর রাত
- সন্ধ্যারাত
- গোধূলি
4107. ‘সোহরাব রোস্তম’ গল্পটি কী ধরনের কাহিনী?
- হাস্যরসাত্মক
- বীরত্বমূলক
- করুণকাহিনী
- সামজিক কাহিনী
4108. রাজা ফেরি দুরসম্পর্কে মনুচেহেরে কী হন?
- মাতামহ
- পিতামহ
- প্রমাতামহ
- প্রপিতামহ
4109. কায়কাউসকে পরাজিত করতে মাজেন্দ্রানের রাজা সাহায্য নিয়েছিল-
- প্রতিবেশীর
- ভাইয়ের
- মহাবলী সফেদের
A,C
4110. রোস্তম কোন পর্বত ডিঙিয়ে মাজেন্দ্রানে এলেন?
- অলিম্পাস
- আন্দিজ
- আলবুরুজ
- আল্পস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-সহপাঠ-8-সোহরাব-রোস্তম - জেএসসি-বাংলা-1-সহপাঠ - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 411"