জেএসসি-বাংলা-1-সহপাঠ-8-সোহরাব-রোস্তম – জেএসসি-বাংলা-1-সহপাঠ – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 405

অণুজীব

 

জেএসসি-বাংলা-1-সহপাঠ-8-সোহরাব-রোস্তম – জেএসসি-বাংলা-1-সহপাঠ – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 405

4041. ‘মূষিক’ শব্দের অর্থ কী?

  1. ইঁদুর
  2. বিড়াল
  3. বেড়া
  4. বাঘ

4042. সুলতান মাহমুদ শেষ পর্যন্ত কবিকে কত হাজার স্বর্ণমুদ্রা দিয়েছিলেন?

  1. পঞ্চান্ন
  2. ষাট
  3. পঁয়ষট্টি
  4. সত্তর

4043. রোস্তম ও সোহরাবের যুদ্ধ কোথায় হয়েছিল?

  1. পাহাড়ে
  2. সমতলভূমিতে
  3. নদীর পাড়ে
  4. গিরিপথে

4044. তহমিনা রোস্তমের কাছে মিথ্যা সংবাদ পাঠাল কেন?

  1. পিতার আদেশে
  2. রোস্তম চলে আসবে এই ভেবে
  3. ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে
  4. ছেলেকে হারানোর ভয়ে

4045. মিথ্যা কথা, ওরে বালক মিথ্যা কথা! উক্তিটি কে করেছিলেন?

  1. সোহরাব
  2. রোস্তম
  3. তহিমনা
  4. রুদাবা

4046. রামায়ণের কাহিনীতে আছে মহাপরাক্রমশালী বীর রামের দুই পুত্র লব ও কুশ শৈশব থেকে বড় হয়েছিল বনে-বাল্মীকি মুনির আশ্রয়ে। একবার রাম অশ্বমেধযজ্ঞের আয়োজন করলে তার ঘোড়াকে রুখে দাঁড়ায় লব ও কুশ। সেখানে রামের সঙ্গে তাদের যুদ্ধ হয়।

  1. কিশোর কাজি
  2. রবিনসন ক্রুশো
  3. সোহরাব রোস্তম
  4. রিপভ্যান ইউংকল

4047. উদ্দীপকের লব ও কুশ-এর স্থলে উক্ত গল্পের প্রতিনিধিত্বকারী চরিত্রে প্রকাশ পেয়েছে-

  1. পিতার প্রতি প্রতিহিংসা
  2. পিতার প্রতি অগাধ শ্রদ্ধা
  3. শত্রুর প্রতি বীরত্ব

4048. ‘সোহরাব রোস্তম’ গল্পে নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-

  1. ভ্রূক্ষেপ
  2. সন্ধিদুগ্ধপোষ্য
  3. ক্রোধাবহ্নিবাতায়ন
  4. স্বামিত্ব”;}}

4049. রোস্তম কয়টি ছাগলের মাংসের কাবাব দিয়ে প্রাত:রাশ সম্পন্ন করত?

  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি

4050. রাজা মেহেরাবের কন্যা রুদাবার সঙ্গে জালের-

  1. কলহ হয়
  2. প্রণয় হয়
  3. বিবাহ হয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline