সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2125
21241. বাতাস সম্পদ নয় কেন?
- এর কোনো উপযোগ নেই
- এর চাহিদা যোগান অপেক্ষা বেশি
- এর বিনিময় মূল্য অধিক
- এর যোগান অসীম
21242. সম্পদ হতে হলে দ্রব্যটির কেমন মূল্য থাকতে হবে?
- পরিপূরক মূল্য
- বিনিময় মূল্য
- পারিপার্শ্বিক মূল্য
- পরিবর্তক মূল্য
21243. প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
21244. অর্থনৈতিক কার্যাবলী কোন ধরনের আচরণ?
- মানবীয় আচরণ
- মহাজাগতিক আচরণ
- জৈবিক আচরণ
- অর্থনৈতিক আচরণ
21245. মানুষের সম্পদ প্রয়োজন কেন?
- অভাব পূরণের জন্য
- চাহিদা মেটানোর জন্য
- জীবন ধারণের জন্য
- জীবিকা নির্বাহের জন্য
21246. রপ্তানির চেয়ে আমদানি বেশি হলে তাকে কী বলে?
- বাণিজ্যিক ভারসাম্য
- বাণিজ্য ঘাটতি
- বাণিজ্য নীতি
- কোনোটিই নয়
21247. যে অঞ্চলে জনবসতি ঘন, সেই অঞ্চলে শিল্পজাত দ্রব্যের চাহিদা-
- বেশি
- কম
- খুব কম
- স্বাভাবিক
21248. কোন শিল্পের জন্য শতাধিক শ্রমিকের প্রয়োজন হয়?
- ক্ষুদ্র শিল্প
- মাঝারি শিল্প
- বৃহৎ শিল্প
- সবকটি
21249. কোনটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভূক্ত?
- পশু শিকার 2. কাঠ চেরাই 3. খনিজ উত্তোলন
A,B,C
21250. নিচের কোনটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভূক্ত?
- তাঁত শিল্প
- বেকারী কারখানা
- ডেইরী ফার্ম
- সবকটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2125"