
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2020
20191. এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
- 1.7222
- 1.85
- 1.852
- 1.854
20192. বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুব উর্বর?
- টারশিয়ারী যুগের পাহাড়সমূহ
- বরেন্দ্রভূমি
- ভাওয়ালের গড়
- প্লাবন সমভূমি
20193. ১৯৯৬-৯৭ সালে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত ছিল?
- ৭৪০৫ বর্গ কি. মি.
- ৯৪০৫ বর্গ কি. মি.
- ৮৪০৫ বর্গ কি. মি.
- ১০৪০৫ বর্গ কি. মি.
20194. বাংলাদেশের উত্তরে ভারতেরর-
- পশ্চিমবঙ্গ 2. আসাম 3. মেঘালয় রাজ্য
A,B,C
20195. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম?
- জলবায়ু
- আবহাওয়া
- ভূপ্রকৃতি
- বঙ্গোপসাগর
20196. বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে?
- পঞ্চাশ হাজারেরও বেশি
- এক লক্ষেরও বেশি
- দুই লক্ষেরও বেশি
- তিন লক্ষেরও বেশি
20197. সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত মিটার?
- 8
- 18
- 20
- 37.5
20198. সমুদ্র সমতল থেকে যশোরের উচ্চতা কত মিটার?
- 8
- 18
- 20
- 37.5
20199. বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দৈর্ঘ্য কত কি. মি.?
- 280
- 716
- 3105
- 3715
20200. সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত মিটার?
- 8
- 18
- 20
- 37.5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2021
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2022
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2023