জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1897
18961. জাপানের ফুকুশিমা শহরে তেজস্কিয় ঘটনা ক সংঘটিত হয়?
- ২০১০ সালে
- ২০১২ সালে
- ২০১১ সালে
- ২০০৯ সালে
18962. পাকশী ব্রিজ কোন নদীর উপর নির্মিত?
- যমুনা
- মেঘনা
- পদ্মা
- করতোয়া
18963. কোনটি পানিবাহিত রোগ?
- সোয়াইন ফ্লু
- আমাশয়
- হাম
- বসন্ত
18964. ১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার?
- ৫০ মিলিগ্রাম
- ৪০ মিলিগ্রাম
- ৫ মিলিগ্রাম
- ১০ মিলিগ্রাম
18965. খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে-
- পাতন করা হয়
- পানির বাষ্পীভবন ও ঘনীভবন একত্রে করা হয়
- পানিকে পরিস্রাবণ করা হয়
A,B
18966. আবাদি জমির চারপাশে কী করে পানির দূষণ প্রতিরোধ করা যায়?
- পুকুর খনন
- শিল্প কারখানা স্থাপন
- ইটের ভাটা স্থাপন
- উপরের সবকটি
18967. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযোগী নদীর pH এর মান কোনটি হবে?
- ৫-৬ এর কাছাকাছি
- ৬-৮ এর কাছাকাছি
- ৬-৯ এর কাছাকাছি
- ৮-৯ এর কাছাকাছি
18968. বাংলাদেশের কোন নদীটির অবস্থা অনেকটাই এরি হ্রদের মতো?
- পদ্মা
- করতোয়া
- বুড়িগঙ্গা
- তিস্তা
18969. কৃষির উন্নয়ন ছাড়া দেশের কোনটি সম্ভব?
- শিল্পে
- সংস্কৃতিতে
- ফসল চাষে
- মাছ চাষে
18970. নাব্যতা হ্রাস পাওয়ার কারণ কোনটি?
- ঘোলা পানি
- বিশুদ্ধ পানি
- অবিশুদ্ধ পানি
- সবগুলো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1897"