এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1179
11781. আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
- বর্তমান
- ভবিষ্যৎ
- ঘটমান অতীত
- নিত্যবৃত্ত অতীত
11782. নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি?
- তুমি পড়তে থাকবে
- আমি সেখানে যেতাম
- তুমি গিয়েছিলে
- আমি লিখে থাকব
11783. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
- প্রয়োগভেদে
- অর্থভেদে
- বচনভেদে
- বর্ণনাভেদে
11784. কাল কাকে বলে?
- ক্রিয়া সংঘটনের সময়কে
- যেকোনো সময়কে
- কর্তা যেটি করে তাকে
- ক্রিয়ার কাজকে
11785. কোন বাক্যে সামর্থ্য বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
- খোকা এখন হাঁটতে পারে
- মেলা দেখতে ঢাকা যাবো
- পদ্মফুল দেখতে সুন্দর
- এখন ট্রেন ধরতে হবে
11786. ক্রিয়ার অবিচ্ছিন্নতা বুঝাতে অসমাপিকার ব্যবহার হয়েছে কোনটিতে?
- মেলা দেখতে ঢাকা যাব
- ঢাকা গিয়ে বাড়ি যাব
- চেঁচিয়ে কথা বলো না
- হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান
11787. কাটিতে কাটিতে ধান এল বরষা – এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- সমকাল
- নিরন্তরতা
- সমাপ্তি
- সূচনা
11788. কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
- কষ্টিপাথরে সোনাটা কষে নাও
- আমাকে করতে দাও
- এখন ভাবতে থাক
- আমরা পরীক্ষা দিয়ে আসছি
11789. তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
- বাহুল্য দোষ
- দুর্বোধ্যতা
- গুরুচন্ডালী দোষ
- উপমার ভুল প্রয়োগ
11790. চন্দ্র আলো ছড়ালে চকোর পাখা মেলে। – অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?
- এক কর্তা
- নিরপেক্ষ কর্তা
- ব্যতিহার কর্তা
- প্রযোজক কর্তা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1179"