এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 466
4651. মি. ‘গ’ এক ধরনের বাণিজ্যিক সনদের মাধ্যমে ‘খ’ অঞ্চলের সম্পদ লুণ্ঠনে একচেটিয়া ক্ষমতা লাভ করে। ‘খ’ নির্দেশ করছে-
- বাংলা
- উড়িষ্যা
- বিহার
4652. রবার্ট ক্লাইভের ক্ষেত্রে প্রযোজ্য-
- তিনি ছিলেন দূরদর্শী
- তিনি ছিলেন অজ্ঞ
- তিনি ছিলেন কূটবুদ্ধিসম্পন্ন
A,C
4653. রিজিনা ম্যাডাম ক্লাসে বলেন, এই নবাব ছিলেন আলীবর্দী খানের মতো স্বাধীনচেতা। রিজিনা ম্যাডামের বর্ণনার সাথে নিচের কোন নবাবের সাদৃশ্য বিদ্যমান?
- মীরজাফর
- মীর কাশিম
- মীর মদন
- মীর মিরন
4654. মি. ‘ক’ তাঞ্জোর জেলায় তার বাণিজ্যকুঠির স্থাপন করে। এখানে মি. ‘ক’ কোন কোম্পানির প্রতিনিধিত্ব করছে?
- ডাচ
- দিনেমার
- ইংরেজ
- ফরাসি
4655. কোন নদীর তীরে পলাশী যুদ্ধ হয়?
- ভাগীরথী
- দামোদর
- গঙ্গা
- অজয়
4656. বিউটির চরিত্রের ঐতিহাসিক কার চরিত্র ফুটে উঠেছে?
- তারামন বিবি
- কামরুন্নেছা
- পরি বিবি
- ঘষেটি বেগম
4657. উক্ত ঘটনাটির ফলাফল-
- জাতীয় চেতনা
- ঔপনিবেশিক শাসন
- কোম্পানির শাসন
A,B,C
4658. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
- 1791
- 1793
- 1795
- 1797
4659. ইউরোপীয়রা ভারতবর্ষে আসে কেন?
- ব্যবসা-বাণিজ্য করতে
- লুণ্ঠন করতে
- ডাকাতি করতে
- ভ্রমণের উদ্দেশ্য
4660. চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রকৃতি হলো-
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 466"