এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 463
4621. মধ্যযুগের অনেক হিন্দুর ফারসি ভাষায় শিক্ষা গ্রহণের যোক্তিকতা কোনটি?
4622. বাংলায় নবাবি শাসনের অবসানের পেছনের কারণ হলো-
- শাসকবর্গের নৈতিক অবক্ষয়
- শাসকবর্গের চারিত্রিক অবনতি
- শাসকবর্গের সামরিক যোগ্যতার অভাব
A,B
4623. বাঙালি ব্রাহ্মণেরা কী খেতেন?
- ভাত
- রুটি
- ফুসকা
- আমিষ
4624. নিচের কোনটি কবি আলাওল এর রচিত কাব্য গ্রন্থ?
- পদ্মাবতী
- সিন্ধু হিন্দোল
- বিষের বাশিঁ
- গীতাঞ্জলি
4625. ‘ছোট কাটরা’ কে নির্মাণ করেন?
- শাহ সুজা
- শায়েস্তা খান
- মীর জুমলা
- মুর্শিদকুলী খান
4626. মুসলমান সমাজ বিস্তৃতির সাথে সাদৃশ্য রয়েছে-
4627. মধ্যযুগে কৃষককে সেচের জন্য কীসের ওপর নির্ভর করতে হতো?
- মেশিনের
- বৃষ্টির
- নদীর
- ভূমি মালিকের
4628. মধ্যযুগে নিম্নশ্রেণির সরকারি কর্মচারীদের নিয়ে কোন শ্রেণির সৃষ্টি হয়?
- নিম্ন শ্রেণির
- মধ্যব্ত্তি শ্রেণির
- উচ্চব্ত্তি শ্রেণির
- সাধারণ শ্রেণির
4629. বাবলু সাত গম্বুজ মসজিদ দেখতে যায়। এটি কোন সুবাদারের নির্মাণ করেন?
- মীর জুমলা
- শায়েস্তা খান
- ঈসা খান
- বুখরা খান
4630. মামুন কবি সৈয়দ সুলতান, জইনুদ্দিন ও মোহাম্মদ খানের কথা বলেন। এরা কোন আমলের কবি?
- সুলতানি আমল
- মুঘল আমল
- ইলিয়াস শাহী আমল
- হুসেন শাহী আমল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 463"