বাংলাদেশের ইতিহাস:
এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 459
4581. ‘বাকলা’ বর্তমানে বাংলাদেশের কোন জেলার নাম?
- চট্টগ্রাম
- বরিশাল
- ঢাকা
- নোয়াখালী
4582. কাটরা কী হিসেবে সমর্থনযোগ্য?
- বিশ্রামাগার
- অতিথিশালা
- শৌচাগার
- রান্নাঘর
4583. মামুন পঞ্চপীর, সত্যপীর ও মানিক পীরের কথা বলেন। বাংলায় এদেশের উদ্ভব হয় কখন?
- মধ্যযুগ
- প্রাচীন যুগ
- আধুনিক যুগ
- চৈতন্য যুগে
4584. ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে?
- শাহ সুজা
- শায়েস্তা খাঁ
- শাহজাদা আজম
- সম্রাট হুমায়ূন
4585. ‘কদম রসুল’ মসজিদ কে নির্মাণ করেন?
- নসরৎ শাহ
- আলাউদ্দিন হোসেন শাহ
- সিকান্দার শাহ
- তুঘলক শাহ
4586. মধ্যযুগে হিন্দু পুরুষদের সাধারণ পোশাক কী ছিল?
- লুঙ্গি
- পায়জামা
- প্যান্ট
- ধুতি
4587. মধ্যযুগে বাংলার মুসলমানদের কাছে উল্লেখযোখ্য উৎসব ছিল-
- মহররম উৎসব
- শব-ই-বরাত
- ঈদুল ফিতর
A,B,C
4588. বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
- ঢাকার রামপালে
- ঢাকার দোহাড়ে
- ঢাকার কেরানীগঞ্জে
- ঢাকার চকবাজারে
4589. করিম বাগেরহাট জেলায় ঘুরতে যায়। এ জেলার অন্যতম স্থাপত্য কীর্তি কোনটি?
- ষাট গম্বুজ মসজিদ
- আদিনা মসজিদ
- একলাখী মসজিদ
- বড় সোনা মসজিদ
4590. মুসলমান শাসনকালে রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক হলো-
- জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
- জ্ঞানী-গুনীদের সমাবেশ
- পীর-দরবেশের সমাবেশ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 459"