এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 271
2701. হেরোডোটাস কোন দেশীয় ঐতিহাসিক?
- জার্মানি
- ইতালি
- ফ্রান্স
- গ্রিক
2702. রুপকথা, গল্পকাহিনী ও কিংবদন্তি ইতিহাসের উপাদান হিসেবে কীভাবে কাজ করে?
- সমাজ গঠনে ভূমিকা রেখে
- মানুষকে আনন্দ দিয়ে
- গ্রন্থাগারে লিপিবদ্ধ থেকে
- অতীত জীবনযাত্রার চিত্র তুলে ধরে
2703. বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত হতে যাচ্ছে কীভাবে?
- মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক আবিস্কারে
- কৃষির আধুনিকায়নে
- শিল্প বিপ্লবের ফলে
- গবেষণা করে
2704. জাহিদ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয় সংহতি সুদৃঢ়করণে প্রতিজ্ঞাবদ্ধ হলো। জাহিদের মধ্যে প্রতিফলিত হয় কোন এটি?
- দর্শনের চেতনা
- পৈৗরনীতির চেতনা
- সাহিত্যের চেতনা
- ইতিহাসের চেতনা
2705. তপন মাহমুদ লালবাগ দুর্গ নির্মাণের পশ্চাদে যে সৃষ্টিশীল উদ্দেশ্য ছিল তা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। তপন মাহমুদের এ কাজটিতে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
- জাতীয় চেতনার বিকাশ
- মননশীল চেতনার পরিচয়
- অতীত সম্পর্কে জ্ঞানদান
- মানব সমাজের অগ্রগতি
2706. লামা তারনাথ কোন দেশীয় লেখক?
- চাইনিজ
- জাপানিজ
- স্পানিজ
- তিব্বতীয়
2707. বর্তমান প্রজন্মের একজন তরুণ যদি ১৯৬০-এর দশকের বাঙালির ইতিহাস সম্পর্কে অধ্যায়ন করে তবে সে জানতে পারবে সে সময়কার-
- শিল্প ব্যবস্থা সম্পর্কে
- সমাজতও সম্পর্কে
- সমাজজীবন সম্পর্কে
A,C
2708. বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যিকর্মের অন্তর্ভুক্ত-
- কৌটিল্যর অর্থশাস্ত্র
- কলহনের রাজতরঙ্গিনী
- মিনহাজ-উস-সিরাজের তবকাত-ই-নাসিরী
A,B,C
2709. সম্পা ইতিহাসের একটি সংজ্ঞা পড়েছে যেখানে লেখা ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। সম্পা কোন ব্যাক্তির সংজ্ঞাটি পড়েছে?
- টয়েনবি
- হেরোডটাসই
- এইচ
- কারলিওপোল্ড ফন র্যাংকে
2710. বর্তমানের প্রয়োজন কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
- বিজ্ঞানের শিক্ষা
- ধর্মের শিক্ষা
- ইতিহাসের শিক্ষা
- সাধারণ নৈতিক শিক্ষা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 271"