বাংলাদেশ-সরকারের-বিভিন্ন-অঙ্গ-ও-প্রশাসন-ব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 249
2481. প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে কে সংসদ ভেঙে দিতে পারেন?
- রাষ্ট্রপতি
- স্পিকার
- ডেপুটি স্পিকার
- সংসদ উপনেতা
2482. কোনটি প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত?
- পরিদপ্তর
- বোর্ড
- কর্পোরেশন
- অধিদপ্তর
2483. একটি ইউনিয়ন পরিষদে থাকবেন –
- একজন নির্বাচিত চেয়ারম্যান
- দশজন নির্বাচিত সাধারণ সদস্য
- তিনজন নির্বাচিত মহিলা সদস্য
A,C
2484. রাষ্ট্রপতি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেন?
- দেশে কোনো ধরনের যুদ্ধ কিংবা গোলযোগ দেখা দিলে
- দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে
- দেশের অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজন দেখা দিলে
- দেশের সংবিধান পরিবর্তন বা সংশোধন দরকার হলে
2485. বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তা কে?
- সচিব
- জেলা প্রশাসক
- বিভাগীয় কমিশনার
- অতিরিক্ত সচিব
2486. স্থানীয় শাসন বলতে বোঝায় –
- ইউনিয়ন শাসনব্যবস্থাকে
- জেলা শাসনব্যবস্থাকে
- উপজেলা শাসনব্যবস্থাকে
B,C
2487. জেলা প্রশাসন প্রশাসনিক কাঠামোর কোন স্তরে অন্তর্ভুক্ত?
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
2488. মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি কী?
- সচিব
- মন্ত্রী
- উপসচিব
- কমিশনার
2489. বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয় কত সালে?
- 1991
- 1993
- 1997
- 1
2490. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে?
- দ্বাদশ
- ত্রয়োদশ
- চতুর্দশ
- পঞ্চদশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-সরকারের-বিভিন্ন-অঙ্গ-ও-প্রশাসন-ব্যবস্থা - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 249"